রফিকুল ইসলাম, আবুল কাশেম, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান…
আরও অনেক নাম নেওয়া যায় আজকের দিনে। কারণ এঁরা সকলেই ছিলেন আজকের এই ভাষা দিবসের যোদ্ধা। ১৯৪৭ সালে দেশভাগের সময় বাংলা ভাষাভাষী প্রায় ৪ কোটি ৪০ লাখ মানুষের উপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদ হিসেবে শুরু হয় পূর্ব বাংলার দিকে দিকে আন্দোলন। এর মধ্যে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বের হয় এক সুবিশাল প্রতিবাদ মিছিল যা দমন করতে শাসককে নিতে হয় অস্ত্রের আশ্রয় এবং তাতে সালাম, রফিক, বরকত, জব্বার ও শফিউর সহ প্রচুর মানুষ মারা যায়। এঁরাই ইতিহাসে ভাষা-শহীদ নামে খ্যাত।
এমন বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয় “Mother Language Lovers Association” এবং ইউনেস্কো বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসেবে চিহ্নিত করে। মাতৃভাষা আমাদের কাছে মাতৃদুগ্ধের সমান। যে ভাষাতেই আমরা কথা বলি না কেন, চিন্তা ভাবনা কিন্তু প্রাথমিক পর্যায়ে হয় সেই মাতৃভাষার মাধ্যমেই।
আজ একুশে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের স্মরণ করার দিন। আমরা এডুকেয়ার ইন্টারন্যাশানাল স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং কর্মচারীরা জানাই তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা।
ধন্যবাদ,
@এডুকেয়ার ইন্টারন্যাশানাল স্কুল